তুমি যাবে বলে
কাঁদছিল অপরাজিতা তাই,  
বললেম আয়
একযোগে বিদায় জানাই।


তুমি যাবে বলে
বইছিল বাতাস উদ্দাম,
আর অস্ফুট স্বরে মেঘ
করছিল তোমার নাম।


তুমি যাবে বলে
গর্জাচ্ছিল তাই সমুদ্র,
এত বড় আকাশে চাঁদ
মনে হচ্ছিল অতি ক্ষুদ্র।


তুমি চলে যেতেই
নিভল রাতের শশী
নিমেষে জীবনে ছাইল
আমার মসি।