আমি আর ভাবি না কথা তার
অনেক দিনই ছিল স্মৃতি যার
এসেছিল যে হেমন্তে
কোন এক রাতের অন্তে।


যার আসার পদধ্বনি
ছুঁয়েছিল আমার হৃদয়খানি
বলেছিল কোন গল্প
শীতের মাঝে অল্প।


ছিলেম জড়িয়ে ধরে দুজন
একে অন্যকে অনেকক্ষণ
কথা দিয়েছিল আসবে আবার
বিদায় কালে চলে যাবার।


গন্ধরাজের গন্ধে
ঝরা পাতার ছন্দে
সে বোধ হয় ঐ এলো
বাতাসে এলোমেলো।