নড়ছে পাতা ঝরছে পড়ে
গত সময়ের প্রহর গুনি
নিঃশব্দ বেলায় রাতের শেষে  
শিশির পড়ার শব্দ শুনি।


দিনগুলো সব হচ্ছে ছোট
অরুণ যায় অস্ত তাড়াতাড়ি
উঠছে চাঁদ মস্ত আকাশে
ঘোমটা খুলে যেন এক নারী।


ভরছে মাঠ সোনালি ধানে
ঘ্রাণ পাচ্ছে বুলবুলি তার
সুখের দিন আসছে ভেবে
হাসি ফুটছে মুখেতে চাষার।