উত্তুরে হাওয়া কাঁপছে যেভাবে
হেমন্ত ভাবে এবার যেতে হবে
মন কিন্তু চায়না যেতে
বসে থাকতে চায় শিশির পেতে
শ্যামল সবুজ ঘাসের উপর
যার মাথায় আছে ফুলের টোপর।


সে গেলেই চলে আসবে শীত
ফুরাবে নবান্নের মিঠে সঙ্গীত
মন প্রাণ ছেয়ে আছে যা এখন
গ্রাম বাংলার বিশেষ ধন
সবাই চেয়ে থাকে যে কখন
হেমন্তয় হবে নবান্নের আয়োজন।