সেদিন ছিল পুর্ণিমা তিথি,
আকাশে ছিল না মেঘ যথারীতি,
শ্যামল বরণে, চাঁদের কিরণে
উদ্ভাসিত ছিল দুইপাশে বীথি।


তুমি এসেছিলে সেই পথ দিয়ে
হয়ত এখন ভুলে গেছ প্রিয়ে,
আমার চিন্তনে রেখেছি যতনে
তাই সে যামিনী ম্রিয়মান হয়নি
ছেয়ে রয়েছে মধুর স্মৃতি।


তারপরে এলেও শত পুর্ণিমা,
তুমি না এলেও সেখানে প্রিয়তমা,
জনারণ্যে তোমার খোঁজে,
ব্যর্থ করেও নিশিদিন যে,
আমি চেষ্টায় টানিনি ইতি।