গাঢ় নীলাকাশ তার নিচে দীঘি খানি
আপন মনে বলছিল তার কাহিনী,
কি জানি কেন তবু জমেছিল সন্দেহ
আজও জীবনে আসবে না আর কেহ,
সূর্যটা আরও ঢললেই পশ্চিমে
উঁকি দিল চাঁদ একফালি ক্রমে ক্রমে,
প্রেম নিবেদনের এই তো শ্রেষ্ঠ সময়
বাঁশ গাছ গুলো করছিল সেই অনুনয়,
ঠিক তখনি দীঘির জলে ভেসে
উঠল তার মুখখানি যেন হেসে,
আমিও আর না করে বাক্যব্যয়
সঁপে দিলাম তারে সম্পূর্ণ হৃদয়।