অনেক কথাই লিখব বলে
বসে ছিলেম বৃক্ষতলে
উঠল হঠাৎ ঝড়,
কালো মেঘ ঈশান কোণে
জমায়েত হয়েই নিমেষ ক্ষণে
গর্জ্জাল সমস্বর।


ডানা ঝাপটে তাড়াতাড়ি
পাখিরা সব ফিরল বাড়ি
নামল ঝেঁপে বৃষ্টি,
এই ভাবেই সব ধ্বংস হয়ে
শ্যামলে আবার ছেয়ে গিয়ে
নতুনের হয় সৃষ্টি।


তবু আমরা বুকের ’পরে
আগলে রাখি যত্ন করে
আজ যা আছে কাছে,
বঞ্চিত করে ন্যায্যকে তার
সঞ্চিত করি ধনের পাহাড়
দরিদ্র হয়ে যাই পাছে।