সংবাদ মাধ্যম
অরুণ কারফা


যাকে  ভেবেছিলাম ভালবেসে
আকাশ কুসুম কল্পনা শেষে
গড়ব ঘর মাটির 'পর
--উঠলেও তুফান ঘনিয়ে ঝড়--
সে চলে গেল ঘুমের সাথে
স্বপ ভঙ্গ হতেই প্রাতে
আনতে পারল না বাতাস খবর।


পানকৌরী উড়লেও দলে
ঝিলের তলে ছায়ায় জলে
--যাকে নিয়ে করেছিলাম একলা
   কৃষ্ণের জলকেলী খেলা--
সাক্ষী থাকলেও সেই বাতাস
আবার আমায় করল হতাশ
ঘুম ভাঙ্গতেই চৌকির পর।


বুঝলাম বাতাসকে করে হাত
ছড়ালে মনোমত সংবাদ
তবেই এখন ইচ্ছে মতন  
করতে পারা যায় জীবন যাপন
আর, ভোগ করা যায় দশের ধন
চাইলেই তখন জীবন ভর।