অবলা কাহিনী
অরুণ কারফা


বললাম তাকে স্পর্শ করে
মনে মনে কখনো , একাকী ফেলে যেন ,
যেওনা চলে এতদূরে  
                  আকাশটাকে নিজের ভেবে
               থাকতে পারবে আমায় ছেড়ে।


আবার যেন ফিরে এসে , কখনো বসোনা এত নিকটে
               নিঃশব্দতা সৃষ্টি করে
              অমানিশার রঙ মিশিয়ে
নিঃসঙ্গতার ছবি আঁকবে মণিকোঠার চিত্রপটে।


দূরত্ব যেন এতটাই হয়
                   একে অপরকে দেখতে পেলে
                   সব সংশয় ছুঁড়ে ফেলে
অতীতকালের  দ্বন্দ্ব ভুলে না জড়িয়ে কথার জালে
                   দ্রুত হারে হয় উষ্ণতার বিনিময়,
যাতে, জোনাকির মত নিভেও গেলে ক্ষণিকেই ঠাণ্ডা আগুন জ্বেলে
আলো দেখিয়ে আর সবাইকে,
মনুষ্যত্বের পারি দিতে পরিচয়।।