ববিন আর জীবন ॥এ কে এম আব্দুল্লাহ


বাসের হেন্ডল থেকে যখন ওঠে আসে বৈকালিক ক্লান্তি ; মাথার ভেতর সূর্যাস্ত হয়।আর স্টিয়ারিং এর মনোমালিন্যতা, চামড়ার কাফনে দাফন দিয়ে রাতেরা জোয়ান হয়ে ওঠে। ববিনের সুতোর মতো প্যাচিয়ে যায় জীবন।ভেতরের প্যাডেল ভেঙে সিঙ্গার মেশিন ঘোরে। আমি ঘোরি। আর কস্তুরির খুঁজে, সেলাই করে যাই জঙ্গল।


বুকের গ্রিল ভেঙে কেউ সেই জঙ্গল পোড়য়।আমি পোড়ি। আর বৃক্ষের ফাঁক দিয়ে এসব দৃশ্য দেখে,ফুটন্ত চাঁদ থেকে ঝরে ঝরে পড়ে রক্ত।


এরপর খুলির শহর ভেঙে অন্ধকার গলি দিয়ে যখন, কেউ নেমে আসে সন্যাসবেশে ; হাত,পা ভেঙে ঢুকে পড়ি নিজস্ব নাভির ভেতর।


এখন কস্তুরি আর আমি ভাসছি পণ্যের জলে...


২৮ জুলাই ২০১৮