খোলা মাথায় আজকাল যেন
খেলা করে,কালবোশেখী ঝড়। আর  
আমরা ঝড়ের নিদারুণ আগুন গায়ে মেখে
দিব্যি অফিস করি,বাজার করি
খেলা করি,স্কুল-কলেজও ...
পথে-প্রান্তরে পিতৃপূরুষের হাড্ডি পুড়িয়ে
করি কার্তিকী উৎসব।  
এখন আমরা উৎসব পছন্দ করি।
হরেক রঙের উৎসব
মৃতের উৎসব পোড়ার উৎসব রক্তের উৎসব।  


চারদিকে ওড়ে কেবল উৎসবের ফুলঝুরি
দিন-রাত পৃথিবীতে আলো ঝরে,নদী বহে
তবুও আমাদের ভেতরটা অন্ধকার,গতিহীন।
মাঝে মধ্যে মনে হয় সূর্যটা অনেক কাছে
স্পর্শের জন্য হাত বাড়াই, হাত আটকে যায়
মনে হয় পিছন থেকে টেনে ধরে কঠিন আঁধার।


টেবিলে সাজিয়ে রাখি দীর্ঘশ্বাস
গহীন রাতে চমকে -ঠি দেখে দীর্ঘশ্বাসের ধামাইল।
আমার দীর্ঘশ্বাস বনোয়া মশার মত উড়ে কামড়ায়
আর আমি দশকের পর দশক,এভাবেই বেঁচে থাকি।


০৬/১০/২০১৬