বুকের ভেতর ফেরারী পাখির বাসা। উদাসি পালকের মতো পড়ে আছে স্পন্দনগুলো। আর আঙুল বেয়ে নেমে এলে রক্তরাঙা ধোঁয়া ; ডানা ঝাপটায় ক্যামেরাফ্ল্যাশ। এভাবে আমার দৃষ্টি সরে এলে পৃথিবীর মধ্যমোড়ে ; আলগা হয়ে যায় - আমি আর আমার বেঁচে থাকার যন্ত্র। এখন চারপাশে যেন সিমেট্রি দেয়াল। পাশ ফিরে ফিরে দেখি দীর্ঘ সূর্য।


আমার মধ্যাহ্ন ভেঙ্গে নেমে কী আসবে কখনও ভাতঘুম, পাথরের পালঙ্কে ?


০২/০৩/২০১৮