সেই বহু বছর আগে, মা স্বপ্ন দেখেছিলেন
আমাকে সুখী দেখতে,আমি কি হয়েছি সুখী ?


আশাবাদী বাবার বিশুদ্ধ শাসকের স্বপ্ন
মায়ের সুখী হবার স্বপ্ন,কি হয়েছে পুরণ ?
সুখ, স্বপ্ন আশা আজ ঘুরছে নক্ষত্রের মত-
আপন কক্ষ পত্থে ।


বিলাপের শ্রোতধারায় সৃস্ট চাকের বৃত্তে -
আজও বন্দী বাবার বিরত্ব,বোনের সম্ভ্রম
মায়ের ত্যাগ, ভাইয়ের বলিদান !


নিরাশার গ্রহণ জুড়া চিত্তে ,আজো সুখ খুঁজি
তর্কে,পিচঢালা পথে-রঙ্গিন শামিয়ানার নীচে !


হাজার দিবস রাতি পার করে,পিছনে ফিরে
তাকিয়ে দেখি,আমি আজও দাঁড়িয়ে আছি
কোর্টপয়েন্টের সেই আধ-জ্বলা বিদ্যুত খুঁটির নীচে।