আজকাল তুমি এত ফরাসী গন্ধ মাখো
আমি হারিয়ে ফেলেছি দেহের আসল ঘ্রাণ।
মাটি রঙ দেহ আর খুশবোতেই ছিলাম মুগ্ধ
এখন কেন প্রয়োজন আমদানী রঙ প্রলেপের ?


সেই কবে চুল হারিয়েছে তার খুঁশবো
হাতের চুড়িতেও এখন নেই সেই ছন্দ !
আজও বুকের গোলায় ধানের মত জমা করি
তোমার স্পর্শ গুলো,অথচ গোলার ভিতর থেকে
এখন আর আসেনা সেই মৌ মৌ ফসলি ঘ্রাণ।


মায়ের খাঁটি সরিষার তেল ভর্তি বোতলের জায়গা
দখল করেছে আলোভেরা শিশি,  
বাবার হুক্কায় এখনও ধুয়া উড়ে,তবে কুম্ভ পাতার নয়
রঙিন সিসার ধুয়া,নানা ফ্লেভারের !


সময়ের সাথে অনেক কিছু বদলে গেলও
আমার কাছে আজও মাটি রঙ খুব পছন্দ,মাটির গন্ধও।