বসে আছি দুজন মুখোমুখি
রেল লাইনের মতো। ইচ্ছে করলে
দুজনই ছুঁতে পারি আঙ্গুল,ধরতে পারি হাত।
ট্রেন আসে ট্রেন যায়
আমরা বসে থাকি মুখোমুখি ।
দৃষ্টিতে দৃষ্টি আর শ্বাসে-শ্বাসে
হয় ঝটিকা সংঘর্ষ।
পিকেটারের দেয়া নির্দয় আগুনে পুড়ে যাওয়া বাসের মতো
বাসনার পাপড়ি,পুড়ে হয় ছাই।
পড়ে থাকে কাঠ আর পাথরের উপর।
উদাস নয়ন তাকায় আকাশ পানে
ক্লান্ত দৃষ্টির কাছে মনে হয় - যেনো
ব্যাকুল আকাশ সীমান্ত ঝুকে চুমু খায় মৃত্তিকার ঠোঁট,
আর রেল-লাইন মিলেছে-কিছু দুর পর।
আমরা বসে আছি আমরা বসে থাকি মুখোমুখি ; সমান্তরাল সীমান্তহীন।
আর আমাদের হৃদয়ের গভীর নীলান্ধকারে কেবলই ঝরে বিদগ্ধ ব্যাথা।