চোখ থেকে নেমে এলো যে সাগর :
পাললিক গুচ্ছগ্রাম
আর নুড়ি-পাথরগুলো এক পাশে
রেখে সে-উড়াল দিলো সীগালের
ডানায়। নুড়ি-পাথরগুলো মানুষে
রূপান্তরিত হয়ে এডজ্যাস্ট হয়ে গেলো
পিচ রাস্তায়। আর রাত্রি নেমে এলে উলঙ্গ চরে
লোকমুখে শুনা বহুযুগ পূর্বের আত্মা নেমে আসে
আমি তার দৃষ্টি মেখে বের হই
সাগরের খোঁজে। যে সাগর ভুলে
গেছে ফেরার ঠিকানা।এখন তার
নির্জন সংসারে মধ্যরাত।


যেখানে ব্যাকুল ভঙ্গিতে, একদল
চোর-বাটফার সীগালের ডানা-
পুড়ায় ; আর ছাইয়ের ভিতর খোঁজে নুড়ি-পাথর'।