শহরের দিকে যেতে যেতে পিতা থেকে দূর হয়ে যাই। পিতার স্বপ্ন ছোট হতে থাকে গ্রামের মতো। আর আমার জীবন পুড়ে রোদে, রাস্তার পাশে – মানববন্ধনের সারিবদ্ধ লাইনে। আমি ভুলে যাই  গোলাপের খুশবু।


শাখায় শাখায় সংসারী পাখির বংশ বিস্তার।খান্দানি ভরে বৃদ্ধ বৃক্ষ। কেউ কেটে বানাই সন্দুকি পালঙ্ক। আর আমার ভাবনার আর্তনাদগুলো মিশে যায় – করাত কলের শব্দভাঁজে। দিনে দিনে দিনমণি ছায়া ধরে। বুকের ভিতর মুখ তুলে কষ্টের অংকুর।


আমি অপেক্ষা করি ; একদিন কষ্টগুলো জেগে ওঠবে – দুর্দান্ত প্রতিবাদীর মতো।


05/08/2016