পাহাড়ের পাথর ভেঙে— হাঁটু গেড়ে প্রার্থনায় মগ্ন যে সারি সারি সুদীর্ঘ কামনার লাইন— আমি তা পকেটে ভরে স্বর্গের দিকে কেবলই হাঁটছি— পাড়ি দিচ্ছি আগুনের দীর্ঘ পথ— রক্তের নদী এবং আসমানি জলোচ্ছ্বাস।


এরপর, একদিন এই পৃথিবীর জ্যামিতিক প্যাঁচাল শেষে— মনে হল স্বর্গ খুবই কাছে। কড়া নাড়ি। সি সি টিভির মতো চোখ তোলে হাতে ধরিয়ে দিল গেইটের দারোয়ান— স্ট্রাটফোর্ডের নিষিদ্ধ বাস-লেইন স্পর্শের মতো জীবনের দীর্ঘ ফোটেজ।

এখন,সেই পকেটের ভেতর দু’হাতে খোঁজছি— প্যানালটি শোধের বিস্মিত দীর্ঘ আয়ু।