বিগত দিনের স্মৃতিরা ঘুরে বেড়াচ্ছে আনাচে-কানাচে
ইচ্ছে ও রাস্তারা আনাগোনা,
পিছন থেকে কিছু একটা দিচ্ছে ডাক
তবুও আর পিছু ফিরে থাকব না।


ইচ্ছেরা দিচ্ছে হাতছানি
স্মৃতিরা বলছে পিছু টানি,
তবুও থেমে থাকব না কিছুতেই
দৃঢ়-প্রতিজ্ঞ আমি।


জীবনে হয়ত আসবে
শত বাধা ও ব্যর্থতা,
কখনও বা হারিয়ে যেতে পারে
জীবনে চলার রাস্তা।
তবুও করবো না কোনো ভয়!


কারণ,লক্ষ্য তো একটাই
সামনে এগোতে চাই
শত বাধা সত্ত্বেও
পিছনে থাকতে, কিছুতেই নয় ।