রাতের অন্ধকার কাটিয়াছে
দিনের আলো নামিয়া আসিয়াছে,
সূর্য উঠিয়াছে, হইয়াছে প্রভাত।
আচমকা তোমায় ঘরের দ্বারে দেখিয়া বন্ধু,
হইলাম আমি হতবাক।


অবাক হইয়া একদৃষ্টে কিছুক্ষণ,
চাহিয়া রইলাম তোমার তরে..
দুলিতেছে খেয়ালগুলো সব
যেন কল্পনার ঝড়ে।।


ভাবিলাম, হয়ত আসিয়াছ তুমি
সমস্ত অতীতের কথা ভুলে,
অনুধাবন করিলাম আমি
এবার হয়ত বসিয়াছে মৌমাছি,
আমার জীবনের ফুলে।


ঘুম ভাঙ্গিল আমার
সময় হইয়াছে বিছানা ছাড়িবার,
বিছানা ছাড়িয়া, বাহিরে বাহির হইয়া
দেখিলাম আকাশ,
দেখিলাম, আকাশের অবস্থা মেঘলা
তাই সূর্য ওঠেনি....
আর বহিছে এ জীবনে যেন,
উত্তরের শুস্ক বাতাস।