পালিত হচ্ছে গনতন্ত্রের উৎসব, পালিত হচ্ছে সামজিক ন্যায়
কিন্তু এদেশে আজ মনে হচ্ছে, এ যেন এক হাস্যকর বিষয়।
কেননা দেশ এখনও আবদ্ধ, সাম্প্রদায়িকতার আবহাওয়ায়।


ধর্মীয় রেষারেষি, জাত-পাতের ভেদাভেদ
ধনী-দরিদ্রের বৈষম্য, বাড়ছে পারস্পরিক বিভেদ।
লুন্ঠিত হচ্ছে গণতন্ত্র, কণ্ঠরোধ হচ্ছে বাক-স্বাধীনতায়..
তাই এদেশে সামাজিক ন্যায় আজ, এক হাস্যকর বিষয়।


বাড়ছে নির্দোষ খুন, বাড়ছে ধর্ষণ
ঘটছে নানা অমানবিক ঘটনা, হচ্ছে উগ্রবাদের সম্প্রসারণ।
দিন দিন বাড়ছে স্বার্থান্বেষী মানুষের সংখ্যা
তাই সমাজের একাংশের মানুষের অবস্থা আজ, বড়ই অসহায়..
সত্যিই! সামাজিক ন্যায় আজ, এক হাস্যকর বিষয়।


আশা করি, ঘটবে এসবের পরিবর্তন
প্রবর্তিত হবে সারাদেশে, এক সুশৃঙ্খলিত শাসন।
ঘটবে আবার ঐক্যসাধন, দূর হবে বৈষম্যের রেষ..
কেননা, আমাদের মাতৃভূমি
মহান 'বিবেক- কালাম-বীর সুভাষের'দেশ।


জেগে উঠবে আবার সকলের মাঝে জাতীয় ঐক্যবোধ,
ঘটবে পারস্পরিক দ্বন্দ্বের অবসান..
গড়ে উঠবে সকলের মাঝে ভ্রাতৃত্ব বোধ,
করবে মানুষ একে অপরকে, শ্রদ্ধা প্রদর্শন।


আশা করি মানুষ নিজ স্বার্থ ত্যাগ করে,
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে, হয়ে উঠবে একে অপরের সহায়..
তখনই ভীত শক্ত হবে গণতন্ত্রের,
সুপ্রতিষ্ঠিত হবে সামাজিক ন্যায়।।