ফুরিয়ে যাওয়া দিনগুলির প্রতি
ফের আবার নিছক আবেদন
ফের একবার হতো যদি দেখা
তোমায় নিয়ে কাটতো কিছু ক্ষন।


মনে আছে সেদিন সকাল
আমায় তুমি জড়িয়ে নিয়ে বুকে
দীর্ঘ একটা প্রহর গুনে তবে
ছাড়িয়ে নিলে, আর এলেনা ফিরে।


একটা কথা জানতে ইচ্ছে করে খুব
যা গত তা কি ফিরে পাওয়া যায়?
পৃথিবীটা কি আজব জায়গা দেখ
যারে চাই সেই ছেড়ে চলে যায়।


এখন সময় তোমার আমার সুখি
আমার যাত্রার গোপনে করো আয়োজন।
এখন তোমার উষ্ণ ছোয়া প্রয়োজন
তুমিতো নিত্য আমার জন্য খুনি।


এখন উনুনে পুড়ছে আমার শরীর
জ্বরের ঘুমে জপছি তোমার নাম,
বুকের ভেতর বইছে দেখ নদী
তোমার সাথেই আমার মৃত্য স্নান।।


হয়তো আর হবেনা দেখা কভু
শেষ বিছানায় শক্ত হাতে ধরে
তোমার কোলেই রাখছি মাথা দেখ
বিদায় বেলায় তোমায় আপন করে।।