হোথায় একটা মন্দির আছে
তাতে পাথরের বিগ্রহ আছে
শিবের শক্তি, মা কালী
কালো বরণ, কলকাত্তাওয়ালি।
মন্দিরের শতখানেক সদস্য আছে
তাদের দুটো দলও আছে
কিছু মাকে ভালোবাসে
বাকিরা স্ফুর্তি করতে আসে।
মন্দিরে অদৃশ্য রাজনীতি আছে
প্রকাশ্য লড়াই আছে
লোয়ার কোর্টের সমন আসে
বন্ধুবান্ধব মুচকি হাসে।
পুরোহিত মন্দিরেই থাকে
সঙ্গে ফ্যামেলি রাখে
তার তো মাইনে কম
দিতে হয় কায়িক শ্রম।
মন্দিরে অফিস আছে
তা নিয়ে অনেক ফিসফিস আছে
সেখানে বোতল খোলে
সঙ্গে মশলা ছোলে।
মাসে দুটো পূজো হয়
অমাবস্যায় খিঁচুড়ি পাই
কবে যে আসবে নিশিরাত
বরাদ্দ হবে মাংস-ভাত।