মাঝে মাঝেই আমি জীবন-খাতার পাতাগুলো
উল্টে উল্টে দেখি
আর ভাবি
আমার সংসারে থাকার আর প্রয়োজন আছে কী?
হিসাব কিতাব তো সব শেষ
এবার ছুটির পালা
কিন্তু কোথায় যায়, কি করি?
ঠাকুর দেবতায় আমার বিশ্বাস নেই
সাধু, সন্ন্যাসী, আশ্রম আমায় টানে না
তবে পাহাড় আমার প্রিয়
উত্তরাখন্ড, হিমাচল, কাশ্মীর প্রায়ই যায়
খুব ভালো লাগে
সেখানেই থেকে যেতে ইচ্ছা করে
কিন্তু যেখানেই যাই .....
একা গেলে তো হবে না
যে অস্টাদশীকে হাত ধরে ঘরে নিয়ে এসেছিলাম
শূন্য থেকে জীবন শুরু করেছিলাম
তাকে তো ছেড়ে যেতে পারবো না
সে যে আমাকে ছাড়া কিছুই বোঝে না
আর সমস্যাটা সেখানেই
সে মানুষ ছাড়া থাকতে পারে না, চায় যুুক্তি
আর আমি চাই মুক্তি, মুক্ত বাতাস
উত্তর মেরু আর দক্ষিণ মেরু
লড়াইটা এখানেই
যেদিন সে হাতে হাত দিয়ে বলবে
চলো যাই
সেদিনই টা টা... বাই বাই।