আমি যখন আঠারো
একদিন এক ষোড়শীর সঙ্গে দেখা হয়ে গেল
আমি তাকে হাসি দিলাম
সে আমাকে তার হৃদয় দিল
আমি তাকে এক চুটকি সিঁদুর দিলাম
সে তার তন-মন- ধন আমায় সঁপে দিল
তাকে একটা ছোট্ট ইঁট-কাঠের বাড়ী দিলাম
সে আমাকে মনোরম গৃহ দিল
আমার গৃহিনী হলো
তাকে চাল, ডাল, তেল, মশলা দিলাম
সে আমাকে সুস্বাদু আহার দিল
তাকে আমি ভালোবাসা দিলাম
সে আমায় স্বর্গসুখ দিল
তাকে আমার বীর্য্য দিলাম
সে আমায় সন্তান দিল
এক এক করে আমার যা কিছু সুন্দর
সব তাকে দিলাম
সে ভালোবাসার পরশে তাদের সুন্দরতম করল
আমাকে জয় করে নিল।


কে বলে নারীর স্থান পুরুষের নীচে
কিংবা নারী পুরুষ সমান সমান
কোনটাই নয় ....
মেয়েরা অনেক উঁচু তলার মানুষ
যেখানে পুরুষ কখনো পৌঁছাতেই পারবে না।