ফুটবল মানেই ...
বাঙালীর মনে টানটান উত্তেজনা,
বাঙালী ফুটবল খেলতে ভালোবাসে
খেলা দেখতেও ভালোবাসে,
আমিও ছোটবেলায় খেলেছি
গরীব ঘরের ছেলেদের একটা
জনপ্রিয় খেলা ।
একটা বল কিনতে পারলেই হলো
বাইশ জনে লাথি মারা যায়,
কিন্তু ভালো খেলার জন্য
যে শক্তি, যে খাবার,
যে উপকরন,  যে অর্থ চাই
তা তো গরীবের ঘরে নেই,
তাই মোল্লার দৌড়
মসজিদ পর্যন্ত ।
তারপর টিভিতে ব্রাজিল,আর্জেন্টিনা,
ফ্রান্স বা জার্মানীর খেলা দেখা,
রাত জাগা,
আর হুল্লোড় করা,
এটাই বাঙালীর ট্রাডিশন ।
বাঙালীর ঘরে বাইরে ফুটবল
অথচ বাঙালী
বিশ্বকাপ থেকে দূরে,
বহুদূরে ……  ।