সেদিন বাড়ীতে কেউ ছিল না
শুয়ে শুয়ে
জীবন খাতার পাতা উল্টাচ্ছিলাম
চেষ্টা করছিলাম …
একটা হিসাব নিকেশ করার
দেখলাম
এ জীবনে যা কিছু করেছি
সবই ভূল।
শুধু একটা ছাড়া
জীবন সঙ্গীনি চয়নে ভূল করিনি।
সে আমার কোহিনূর মনি
প্রতিদিন তাকে
আমি নতুনভাবে আবিস্কার করি
সেই আঠার বছর বয়সে
বাড়ীর বড় বউ হয়ে এসেছিল
আজও তার পরিবর্তন হয়নি
শরীরের বয়স পঞ্চাশ পার করেছে ঠিকই
মনটা থেমে রয়েছে আঠারোতেই ।