প্রত্যেকটা জিনিষেরই একটা সময় থাকে
যে সময়ের যা
সেই সময়েই সেটা করতে হয়
সময় না হলে
তার জন্য অপেক্ষার প্রয়োজন পড়ে।
দোকানী ততক্ষন লুচি তেলে ছাড়ে না
যতক্ষন তেল সঠিক গরম না হয়,
মায়েরা যখন নাড়ু বানায়
পাকের তাক বোঝার জন্য
বারবার ছাঁই পরীক্ষা করে,
কামার তখনই হাতুড়ির ঘা মারে
যখন লোহা সঠিক গরম হয়।
ঠিক একই রকম ভাবে ব্যক্তিগত জীবনেও
প্রতিটা কাজে
সঠিক মূহুর্ত্তের জন্য অপেক্ষা করতে হয়
যারা পারে তারা সর্বদাই উতরে যায়।
আর যারা পারে না....
হা হুতাশ করা ছাড়া
তাদের কোন উপায় থাকে না।