ভালো ও মন্দ... দুয়ে মিলিয়েই মানুষ
কেউই পুরোপুরি ভালো নয়, কিছু মন্দ থাকে।
আবার পুরো মন্দও হয় না, কিছু ভালো থাকে।
ভালোর মধ্যে মন্দ ও মন্দের মধ্যে ভালো
এই নিয়েই মানুষ, এই নিয়েই সংসার।


প্রত্যেক 'বাবা'র মধ্যেও ভালোমন্দ আছে
'বাবা' যদি ডিক্টেটর বা শুধু শাসনকর্ত্তা হয়
তাহলে তার মন্দটা মাফ করা যায় না
কিন্তু 'বাবা' যদি ছেলে মেয়ের বন্ধু হয়
সন্তান 'বাবা'র সব অপরাধ মাফ করতে পারে।


আমি পারিনি মাফ করতে। 'বাবা'র অপরাধ।
কারণ সে বন্ধু ছিল না। ছিল জীবন্ত ত্রাস।
সে পরলোকে, তার কর্মফল আজও ভোগ করছি
কিছু ভালো করেছে, তবে মন্দের ভাগটাই বেশি।
হে ঈশ্বর ! .... যেন অমন 'বাবা' কারোর না হয়।