অজয় কারখানার শ্রমিক
প্রতিদিন গ্রাম থেকে শহরে যায় কাজে
ভোর পাঁচটায় রওনা দেয়
ফিরে যখন  ....  রাত দশটা বাজে ।

ওভারটাইম না করলেই নয়
মাথায় মস্ত ঋণের বোঝা
লক্ষ টাকা শুধতে হবে  
নয়  যে সে কাজ জলের মতো সোজা।

একটি ছেলে রতন, টু-এ পড়ে
বাবার নাগাল একেবারেই সে পায় না
নিশীথ, ভোরে অচৈতন্য রয় ঘুমে
এমন চাকরী ছেলে মোটেও চায় না।

একদিন সে জেগে থাকে রাতে
রাত দশটায় বাবা এলো ঘরে
খাটের উপর যেই বসেছে সবে
ছুটে এলো বাবার কোলের পরে।

শুধায় রতন বাবার মুখে চেয়ে
ওভারটাইম করে দিনে কতটাকা পাও?
বাবা বলে পাঁচশো টাকা .....
রাত হয়েছে এবার শুতে যাও।

ঢুকলো ছেলে খাটের তলায় সোজা
আনলো টেনে পোড়া মাটির ব্যাঙ
আছাড় দিল মেঝের পরে এক
পাঁচশো কুড়ি নাচলো ড্যাডাং ড্যাং।

পাঁচশো টাকা বাবার হাতে রেখে
বলল রতন তোমার চিন্তা নাই
কালকে তোমার ওভারটাইম বন্ধ
ঐ সময়টা আমার জন্য চাই।