মোদের গ্রাম যেথা ছোট ছোট ঘর
একসাথে থাকি মোরা নয় কেউ পর।
রাখাল বালক যেথা মাঠে পড়ে রয়
গ্রামের পাশে সেথা বড় নালা বয়।
আছে পুকুর যেথা বড় মাছ হয়
সেথা আছে জমি যেথা গরু লাঙ্গল বয়।
ফলে ফসল সেথা সোনার ন্যায়
যেথা সার লাগে কৃত্রিম আরও আছে নানা ব্যয়।
শীতকালে ফলে সেথা সবুজ ফসল
জমি থেকে ফলেছে তার পুরোটাই আসল।


আজ সেথা নেইকো ঘরবাড়ি আর নেই সেথা মাটিরও হাঁড়ি
হয়েছে বড়ো বড়ো দালান আর হয়েছে স্টীল এর হাঁড়ি।
যেথা মা আর বলেনা খোকা খাবি আয় ভাতটা বাড়ি,যেথা মা হয়েছে অতি আধুনিক,
আর সেথা মেয়েরা শীতের আমেজে বানাই পিকনিক।
যেথা নেই উন্নতি আছে নামের সরকার
ভোট আসলে দ্বারে দ্বারে ভোট দেবেন মোদের ,মোদের ভোট দরকার।