ক্ষমা করে দিও আমায়,হয়েই হইতে পারিনি তোমার,
আবেগ যত পোষা রইলো বুকেতে আমার।
যতন করে রেখে দিও পুরোনো স্মৃতিগুলো চিলেকোঠায়,
করছো কি ? আছো কেমন ? আর কে তোমায় শুধায়।
হিসেব দিয়ে দিলাম; তোমার আমার প্রেম যত,
পুষে রাখলে হচ্ছি প্রতিনিয়ত ক্ষত।
সেদিন ও  বেসেছি; আজও বাসি; ভালো আমি কতো,
পরিমাপে নয় গো প্রিয় আবেগ দিয়ে শত।
আজও স্মৃতি গুলো জমা রইলো কোনো এক বন্দী বস্তায়,
এভাবে শত আবেগী মন পড়ে রবে ভালোবাসার অভাবে ফুটপাথে বা রাস্তায়।