স্বপ্ন,হ্যাঁ সে তো স্বপ্ন।
আমিও দেখেছি তবে সেটা নিছক কল্পনা ।
কখনো বা এসে ঘুম ভাঙাই আর বা কখনো সেটা ঘুম কেড়ে নেই।
কিছুটা কাল্পনিক আর তার সাথে কিঞ্চিৎ বাস্তবতা।
আর সবকিছুর মাঝে কেনো যেনো আমার নিরবতা।
আজ হয়তো আবেগী তাই স্বপ্নের খোঁজে ,
যেদিন ভাঙবে ঘুম কাটবে ঘোর সেদিন থাকবেনা আর সে তো স্বপ্ন।
তার পুরোটাই তখন বাস্তব,বিচ্ছিন্ন এই শহরে পড়ে থাকি একা
এই বুঝি স্বপ্নের পাইবো দেখা।
আদুরে আলাপ আর মিষ্টি গলার সুরে
স্বপ্ন রে আকড়ে ধরে বলবো আর রইবো দূরে।
মনোবল হবে আরও দৃড়।