পাঠিয়ে দিলাম প্রিয় তারাদের দেশে,
ভাষা দিয়ে লিখে দিলাম ছদ্মবেশে।
আবেগ জমা ছিল বুকের মাঝে ,
চিঠি দিয়ে খোঁজ নিবো সকাল ও সাঝে।
নয় এটা কবিতা নয় সে তো চিঠি ,
অনুভূতি যতসব হিসেব দিয়েছি।
না দেখেও দেখার আশা,
তার চেয়ে বড়ো সে তো ভালোবাসা।
সপ্ন দিয়ে বুনেছি সে তো তোমারি ছবি,
তোমায় নিয়ে লিখতে গেলে হয়ে যায় কবি।
নেই তো শেষ কোনো আছে ভাষার ই অভাব,
তোমার আশায় চেয়ে আছি, এ জীবনে সে তো তোমারই অভাব।
আজ আমি জ্ঞানশূন্য, শূন্য সেথা চিত্ত,
খুঁজতে গেলে হয়তো পাবো এটা নয় শুধু জগৎ অবশ্য একটা বৃত্ত।
পৃথিবীতে আছে কতো মায়া আর তার মাঝে আছি তুমি আমি একা,
হয়তো কখনো কোনো এক ক্ষণে হয়ে যাবে মোদের দেখা।
চিঠি দিয়ে লিখে দিলাম ভালোবাসার ই গান,
ভালোবেসে যাবো প্রিয় , রেখে যাবো ভালোবাসার ই মান।