ফাল্গুনের শুরুতে
সকালের বেলাতে
শোনা যায় ডালে বসা
পাখিদের গান ৷
নৌকায় পাল তুলে
মাঝিরা যায় দুলে
কদম তলায় রাখালিয়া
মারে বাঁশি টান ৷


নবান্নের হেমন্ত
ঋতুরাজ বসন্তে
গাছে গাছে ফুটে উঠে
নানা রংয়ের ফুল ৷
আমনের গন্ধে
শীত মাখা সন্ধে
কৃষক বাড়ী কৃষানির
মনে লাগে দুল ৷


পৌষের মেলাতে
বিকেলের বেলাতে
ওরা এসে নিয়ে যায়
রঙিন টিয়ে ৷
মেহেদী মাখিয়ে
পুতির মালায় সাজিয়ে
পারার সব ছেলে মিলে
দিয়ে দেয় বিয়ে ৷


গ্রীষ্মের ছুটি পেলে
শিশুরা সব মিলে
জারুল তলা গিয়ে পরে
লুটিয়ে ৷
সেগুনের ডাল ধরে
কচি পাতা নেয় কুড়ে
হাত রাঙ্গিয়ে চলে তারা
ছুটিয়ে ৷


বর্ষার জলেতে
কলা গাছের ভেলাতে
শাপলার ফুলে নেয়
রাঙিয়ে ৷
শরতের কাশঁ ফুলে
ছুটে যায় দলে দলে
কৈশোর কেটে যায়
ডাঙ্গিয়ে ৷