কে তুমি মায়াবীনি?
কেন বা দেখা দিলে,
একটি ফলক,
কেন বা দেখালে আমায়,
তোমার ওই রুপের ঝলক।
কে তুমি মায়াবীনি?
কে তুমি?


তোমায় ভেবে আমার কেটে যায় বেলা,
তোমায় ভেবে সবার কথা করি অবহেলা।
কে তুমি মায়াবীনি?


তোমায় দেখেছি সন্ধার আঁধো আলোতে,
ফিরে আসবে কী তুমি,
কোন এক মধুর প্রভাতে।
কে তুমি মায়াবীনি?


তোমার আসায় থাকব আমি,
অপেক্ষমান রাত্রী দিন,
যত কাটুক দিবা-রাত্রী ক্লান্ত হীন।
কে তুমি মায়াবীনি?


ওগো মায়াবীনি তুমি এসো ফিরে,
জড়িয়ে রাখব তোমায়,
আমার বুকের ও গবিরে……..।।।