জীবনের রহস্যে হারিয়ে যাচ্ছি
চারপাশটা কেমন ভ্যাপসা গন্ধ
চিহ্ন করতে পারছি না, কোথায়
থেকে আসে এতো প্রণয়? সারি
বাঁধা বাঁধের নিচে কত যে জমি,
সবুজে সমহার- তবু তার ঠিকানা
নেই জানা, আহা রে জীবন,আহা!
আশ্চর্যটা নাকি চোখের ভাষা,তাও
ভুলে যাচ্ছে এই সংসার সুখ, অথচ
রহস্য কেউ সমাধান দিতে পারল না।


১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ’২৪