রক্তমিশানো বিদ্রোহ এখন কথা বলে না
চারপাশ মূত্যুর ভয়, নিঃসঙ্গ বোবা বেদনা;
হঠাৎ কখন আওয়াজ তুলবে বিদ্রোহী-
স্বর্ণকমল রাস্তার মোড়ে মিছিলে লহরী
এক একটা নজরুলের স্বরূপ গর্জন শুনী
শ্লোগানে শ্লোগানে মিলে কি কান্ডারী
তুমি ঘাসফুল ঘাসফড়িং সুর প্রভাতি-
দীপ্তশিখার প্রতিবাদী করেছো চিরঞ্জয়ী
সঞ্চয় ক্রোধ ঘৃণাগুলো বোধচেতনায়
ভরে উঠুক প্রণয়ে প্রণয়ী তুমি বিদ্রোহী।
২৮-০৮-১৭
========