লোভ লালসার ভিতর
পূর্ণিমার চাঁদ থাকে না-
এমন কি সমুদ্রের ঢেউ,
তাহলে কি করে- বলো
মৃত্যুকে চিনবে,ধূসর মাটি;
হিংসা অহমিকা যে একই
সুতোর বিষ ফোড়া- যেখানে
লেগেই থাকে লোভ লালসা!
ভাল সাজা মানে অভিনয় নয়
কর্ম গুনেই করো মৃত্যু জয়।


০৯ আশ্বিন ১৪৩০, ২৪সেপ্টেম্বর ২৩