মা জননীর দুধ খেয়ে খেয়ে
সন্তান হেঁটে চলে! কি আনন্দ-
মায়ের পৃথিবী কি আলোকিত!
স্বপ্ন সুখের ঘুম- ভোরের হাসি
বাগান জুড়ে একটাই সূর্যমুখি;
কষ্টের বড় ধন,তবু সন্তান বলে কথা-
পদদলিত হইও না মন করে অম্লান।
গায়ের চমড়ায় জুতো বানালেও
কোন ঋণ শোধ হবে না মা, তুমি
আমার জান্নাত কিংবা জাহান্নাম।


২১ আশ্বিন ১৪২৯, ০৬ অক্টোবর ’২২