অন্তর চক্ষু ময়লা গো
কি দিয়ে করবে মুছুন?
রোজ রোজ খুঁলে দেখো আয়না,
অহমিকা নয় তো সোনা ধুয়ে গয়না;
অন্তর চক্ষু ময়লা গো- অন্তর চক্ষু ময়লা।
ধর্মশালায় রাখো কর্মকার চোখ
মন তো রাখো না-
অভিনয়ের নোবেল জয়
তাও তো কপালে জুটল না;
বেঁচে থাকাই ব্যথা
গো সোনার ময়না।
কে বুঝে মরার উপর খারা
হায় আমজনতা-
সূনুতের কে দেয় খয়রা;
তবু সোনাচান্দের গেলো না
গেলো না মনের ময়লা-
বেঁচে থাকো পাঁচশ বছর
এই তো রাখি কামনা।


২০ আশ্বিন ১৪৩০, ০৫ অক্টোবর ২৩