জলের মাঝে
অড়মাছের চোখে রোদদুপুর কত ভাষাছিল;
-রাঙা হলুদ স্থলে গিছে রান্না হয়েছে!
পলক মাছির ফুরফুর উড়ানি মরেগেছে।


অড়মাছে একটু
নীরবতার গন্ধ মৌ মৌ বাতাসে ভাসে
মাঝে মাঝে ভাবনার অনুভূতির স্পর্শ ছুঁয়ে যায়-
দক্ষিণা বাতায়নে ঝড়ের ফাঁকে চাঁদ হাসে;


অড়মাছের ঝুল
সে কি আর বুঝতে জানে-
স্থলের মাঝে -জলে সাথে ঢেউ খেলা খেলে;
আর ফুরুত ফারুত নেচে উঠে।
১৬-১০১৭
=======