কঞ্চি বাঁশের মোহ বুঝো না
পাকা বাঁশের শব্দ ভীষণ মটুশ মটুশ
বিশ্বাস হয় না, এখন বৈশাখ মাস
বাঁশ থুপাতে যাও- হু পথ ভুলে গেছো-
মনে নাই,বাহ বাহ শীতল বাতাস চাও
কেনো ঘুমিয়ে তো আছো, ঘুমিয়ে থাকলে
গরম ঠান্ডার বোধশক্তি কিছুই বুঝো না;
দেখো জানালার পাশে বাঁশ ঝাড়-
মুচকি হাসির গোলাপ-তবু বুঝলে কি
পাকা বাঁশ এদিক সেদিক আর না যাস।


০৯ বৈশাখ ১৪৩১, ২২ এপ্রিল’২৪