======================
মিষ্টি ঠোঁটের আড়ালে- আগুনের পরশমনি
নব্য দেহের ভাজে ভাজে- অহমিকার ধরণী !
শব্দমালার সুবাস ছড়ে শীতল পাড়ার মাটি-
খাঁটি হলো তার পুণ্যদ সুখের ধূসর বিবর্ণ পাটি;


চক্ষু দেখিলো না- ধমনি বুঝিলো না কি আরতি !
সকল মাটিরদর জোনাকির জ্বালানির মুখবাতি
এতো দেহ- এতো অহমিকা সবই পাপ পুণ্যবতী-
আহা বালুচর ধু ধু -জল কলকল দুর্বাঘ্রাণে সমাধি।
২২-০৫-১৮
-----------