সেই চির সবুজ সোনালী গোটে পুড়ানো
একটা আইল পাথার খোঁজতে গিয়ে -
হাজার রঙ রাঙা পথ যে হারিয়েছি;
সেই পথের মোড়ে জ্বালছে সুখবিরল অনল।


তোরা ব্রাশফাঁয়ার কর -ব্রাশফাঁয়ার কর;
সোনালী ফসলের গায়ে মরুভুমি ধরেছে-
বেচেঁ থেকে কি ভাল শুধু যমুনার ধু ধু বালুচর
ব্রাশফাঁয়ার কর -তোরা ব্রাশফাঁয়ার কর।


খোঁজতে খোঁজতে গেলো কত যুগ, ক্লান্ত জলারণ্য
পরও জনমে হয় তো একপাল উটের দুধ খাব-
তবুও যদি অনুভূতিহীন আইলপাথারের স্পর্শ ছোঁয়া পাই-
আঁধার যে আলোকিত হবে, বেজর লাইনে শুধায়।
১৮-১০-১৭
=======