চিনা চিনা স্মৃতির মেঘগুলো
ভেসে যাচ্ছে কোন অচিনা গায়!
খুনসুটি খুঁজতে দুপুর বেলা;
জলকাদায় আমাকে নিয়ে আসে বৈশাখ
চিনা চিনা বসত ভিটায়।
তবু কেনো বিষন্নতা মনোভাব
সদা উত্তর খুঁজে পাই না আর
কলঙ্ক যে আমি তুমি ঐ চাঁদ
ভোরের শিশির কয় কি আর কথা
বৈকালি রঙ ছড়া বহুমুখি খেলা
আজ শুধু বর্ষায় হাহাকার
তবু মনটা থাকে পরে বৈশাখী মেলায়-
ঝড়ের দিনে আম কুরাতে
ভিজেছি আমগাছের তলায়।


১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল’২৪