মৃত্যুর চোখে ধরণির
যত সব স্বার্থপরতার উকুন
কঠিন রোগের থেকেও কঠিন;
অথচ কবরের মাটি একদিন অদৃশ্যের
ছায়া উঠনে জল ভূমি কিংবা
অট্টালিকার ছাদ- তবু পূর্ণিমা
চাঁদের ঝলকানি দিবে না; কারণ
সেতো মৃত চোখ ওপারের খেয়া নেই
শুধু তরি ভাসমান জলের নদ!
অতঃপর ছলাত ছলাত বুক পাঁজরের ঢেউ।


১০শ্রাবণ ১৪২৯, ২৫জুলাই’২২