সময়টা ঝড় হাওয়ার সাথে
চলতে চাইচ্ছে
পথ ধূলির আকার বুঝা যাচ্ছে না,
বার বার রাস্তা মোড় গুলো ভাগ হচ্ছে;
নদীর মোহনা খুব চিনা মনে হলো-
স্রোতের সাথে বালুচর পথ ভুল হচ্ছে,
তবু হাঁটু জল বলে কথা-
ভেলা ভাসানো রোদ্দুর,ঘুড়ি উড়ানো মাঠ
আইলপাথারে মরীচিকা ধরেছে-
যেনো উইপোকার বাসর রাত-
ঝিঁঝিঁপোকার আনন্দ উল্লাসের গান
স্নান করেছে ইট বালু সিমেন্ট আর
পরিবর্তনের যত ঘাট।


১৭ আশ্বিন ১৪৩০, ০২ অক্টোবর ২৩