চাঁদ তারা ঝল ঝল করে
কিন্তু ভালোবাসার আকাশ নেই!
চাঁদ তারা রাখব কথায়?
ফুল ফল আছে কেনো জানি
গন্ধ স্বাদ মাটিতে নেই;
মাটির গন্ধ স্বাদ কথায় পাই?
কেমন ভালোবাসা রঙ সাজালে
বাঘের মতো ডোরাকাটা দাগ নেই
খাঁচাই বন্দী সিংহ দেখেছি
ভালোবাসার ভয়ে আলিঙ্গন নেই  
কি ভাবে ভালোবেসে যাই?
অমৃত চাঁদ তারা মাটিতেও নেই।


৩০ ভাদ্র ১৪২৯, ১৪ সেপ্টেম্বর ’২২