দেহের পাথর বেয়ে আলো দেখি
টাকা পয়সার কোন ভুল নেই-
তোমার নাম ঠিকানাও না;
ডিসক্রিপশন জানতে চাও- খুব, না
সেতো রক্ত মাংস মাটির প্রণয়!
ভুল ধরলে অনেক কিছু-
না ধরলে ভালবাসার অভিপ্রায়;
তবু আলো দেখি বুক জুড়ে
অন্ধকার দেখি না, সে কি জানো!
ছোট কর, কিছু নয়, কেমনে মারো,
জেনে নেওয়াই ভাল হয়, তা- না -
এই হলো আজ কালের ডিসক্রিপশন।


০৭ ভাদ্র ১৪৩০, ২২ আগস্ট ২৩